সরাইল উপজেলা স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও নতুন কমিটি গঠন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)বাংলাদেশ স্কাউটস, সরাইল উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল (২৪ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় সরাইল উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, সরাইল উপজেলা সভাপতি মো: মেজবা উল আলম ভূইঁয়া।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো: শামছুল আলমকে কমিশনার (প্রস্তাবিত),কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিককে( সম্পাদক), সরাইল উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিক মিয়াকে সহ: সম্পাদক শাহাজাদা পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবাবু অবিনাশ চন্দ্র দেবকে কোষাধ্যক্ষ পদে পূন: নির্বাচিত করা হয়।কাউন্সিল অধিবেশনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ।বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের যুগ্ম সম্পাদক আবুল হাসেম,ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটের সম্পাদক মো. রফিকুল ইসলাম, শাহবাজপুর বহুমুখী লউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি সহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্কাউট ও কাব লিডাররা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন