ব্রাহ্মণবাড়িয়ায় ভাষায় লিঙ্গীয় বৈষম্য দূর করার আহবান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকঞ্জি ভাষায় বিশেষ করে সংবাদপত্রে লেখার ক্ষেত্রে লিঙ্গীয় বৈষম্য দূর করার আহবান জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী নামে একটি সংগঠনের কার্যালয়ে আয়োজিত‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়।নারীপক্ষ নামে একটি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে।মতবিনিময় সভায় জানানো হয়, মানুষ কোনো ভালো কর্ম করলে তাকে বিশেষায়িত করা যায়। কিন্তু নারীরা নির্যাতিত হলেও তাদেরকে বিশেষায়িত করা হয়। যেমন ধর্ষণের শিকার হলে তাকে ধর্ষিতা, নির্যাতনের শিকার হলে নির্যাতিতা বলা হয়। অথচ ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার লিখলেও হয়। একজন নারীকে মানুষ হিসেবে দেখলে এ অবস্থার পরিবর্তন ঘটবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্বার নামে একটি সংগঠনের চেয়ারম্যান ইয়াছমিন জাহান, নারীপক্ষের সভাপতি গীতা দাস, সদস্য কামরুন্নাহার ও ফেরদৌসি আখতার।
সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন , মো. আরজু, আশেক মান্নান হিমেল , মহিউদ্দিন মোল্লা, বিশ্বজিৎপাল বাবু, মো. শাহাদাৎ হোসেন, প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন