সরাইলে ড্রেজার ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিনও আনুমানিক ১৫ শত ফুট প্লাস্টিক পাইপ ধ্বংস সহ এক ড্রেজার ব্যবসায়ী মো. জিনু মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার(২৪ জানুয়ারি) উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন এলাকার চানপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। ফসলি জমি রক্ষার্থে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চানপুর বিলে ড্রেজারসহ পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান সমুহ ধ্বংস করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ ধরণের অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এবং যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই দিনে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। এ অভিযানে সঙ্গে ছিলেন সরাইল থানা পুলিশ।
আপনার মন্তব্য লিখুন