সরাইল অরুয়াইলে হামলায় ঘটনায় মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আবু তালেব মিয়া। এ মামলায় আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।মামলার এজাহার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের বাসিন্দা ফারুক মিয়া ও মমিন মিয়ার মধ্যে একটি ষ্টীলের নৌকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একপর্যায়ে থানাপুলিশের দ্বারস্থ হয় একটা পক্ষ। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দায়িত্ব দেন আওয়ামী লীগ নেতা হাজী আবু তালেব মিয়াকে।
হইলে উহা নিরসনের লক্ষ্যে সরাইল থানা প্রশাসন আমার উপর দায়িত্ব অর্পন করেন। আমি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরাইল উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সমনয়ে সৃষ্টি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সর্বসমতিক ক্ষমে নৌকাটি আমার জিম্মায় রাখার জন্য সিদ্ধান্ত দিয়ে আসামী মমিন মিয়ার হেফাজতে থাকা বিরোধীর নৌকাটি আমাকে বুঝাইয়া দেওয়ার জন্য বলে। কিন্তু বিগত প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরেও আসামী মমিন মিয়া আমাকে নৌকা বুঝাইয়া দেয় নাই। ফলে সুষ্ঠ বিরোধ শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হইতেছে না। আমি আসামী মমিন মিয়াকে দেখলেই নৌকার কথা জিজ্ঞাসা করি। কিন্তু উক্ত আসামী নৌকা না দিয়ে আমার সঙ্গে অসদাচরণ করিয়া আসিতেছে এবং সে নৌকা দিবে না। সে কাউকে ভয় পায়না, পারলে তার কাছ থেকে নৌকা নিতে বলে, এই নিয়ে তাহার সহিত আমার মনোমালিন্য হয়,ইহার ধারাবাহিকতায় ১৪জানুয়ারি বেলা ১১.৩০ ঘটিকার সময় আসামীরা দলবদ্ধ হইয়া ধারালো রামদা,লোহার রড়,হকিস্ট্রিক,লাঠিসেটা ইত্যাদি অস্ত্র সামগ্রী সজ্জিত হইয়া অরুয়াইল বাজারস্হ রফিকুল ইসলামের কনফেকশনারী দোকানে অনধিকারে প্রবেশ করিয়া। দোকানে থাকা আমার ভাতিজা রফিকুল ইসলামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।পরে অরুয়াইল বাজারস্হ জহমী রফিকুল ইসলামের কনফেকশনারী দোকানে ও মুক্তিযোদ্ধা তরুণের সামনের রাস্তায় হামলা করে। মামলায় নাম উল্লেখ থাকা আসামিদের সবার বাড়ি সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া এলাকার।
আপনার মন্তব্য লিখুন