জামালগঞ্জে আইন শৃঙ্খলার সভায় সকলের সহযোগিতায় কাজ করতে চাই- এমপি রনজিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
মো. শাহীন আলম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভায় অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল তালুকদার মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমূখ। নবাগত সাংসদ সদস্য এড. রনজিত চন্দ্র সরকার বলেন, আমি চার দিন হল শপথ নিয়েছি, এ আসনে চারটি উপজেলা রয়েছে।
সুনামগঞ্জ-১ আসনটি সকল কাজে অবহেলিত তাই সকলের সহযোগিতায় কাজ করতে চাই। হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে, সেই দিকে সবাইকে নজর রাখতে হবে যাতে করে হাওর রক্ষা বাঁধ সঠিকভাবে ও যথা সময়ে সম্পন্ন হয়। কৃষক যেন সুন্দর ভাবে কৃষি কাজ করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। ##
১৭.০১.২০২৪
আপনার মন্তব্য লিখুন