ভাটপাড়া গ্রাম থেকে ২০০ দেশীয় অস্ত্র উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নাটাই ইউনিয়নের ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা হালিম শাহ লিল মিয়া ও তার চাচাতো আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থনে ভাটপাড়া গ্রামে নেতৃত্ব দেন হালিম শাহ লিল মিয়া। তিনি এর আগেও ইউনিয়ন পরিষদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
সদর মডেল থানা সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে কোন ধরণের দাঙ্গা ও সহিংসতা না হয় সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে সদর থানা পুলিশকে নির্দেশ দেন। তারপর পুলিশ ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এর আগে গত বুধবার থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার ২টি ইউনিয়নে ও জেলা শহরের একটি গ্রামের অভিযান চালিয়ে ১ হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ৷
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চল/টেঁটা, বল্লম, লাঠি, এককাট্টা, সুচালো রড, সূচালো বাশেঁর কঞ্চি, চাপাতি, ধারালো দা, পাথরের টুকরা, কাতরা, সড়কি, রামদা, বল্লম, ফলা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সদর উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে। গ্রাম্য এলাকায় যাতে মারামারি-দাঙ্গা সৃষ্টি না হয়, শান্তিশৃঙ্খলা যাতে অটুট থাকে সেজন্য এ অভিযান নিয়মিত চলবে। যাঁদের বাড়িতে অপ্রয়োজনীয় দেশি অস্ত্র মিলবে, তাঁদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা হবে।
আপনার মন্তব্য লিখুন