ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় ‘পিঠা উৎসবের ’ আয়োজন করাহয়েছে। আজ শনিবার সকালে শহরের টেংকেরপাড়ে ভোরের সাথী সংগঠনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানেউপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের পিপিএডঃ মাহবুবুল আলম খোকন ,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো মুমিনুল হক,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাবেদ রহিম
বিজন,প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদকমুজিবুর রহমান খান ,মাছরাঙ্গা টেলিভিশনেরব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল। এসময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের সাথী সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক ,সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল সহসভাপতি শাহ আলম খন্দকার,ফয়সাল আহদের ওয়াকার,সাধারন সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, জাকারিয়া মসিুদ নোয়াব,এডঃ সুভাষ দেবনাথ,সবুর মিয়া,মো হোসাইন আক্তার হোসেন, আলী মাসুম আল আমিন .যুগ্ম সম্পাদক আল মামুন সরকার ভোরের সাথীর সদস্যসহ নানা শ্রেনীপেশারমানুষ।এ সময় স্টলে পিঠার বাহারী রকমের পসরা সাজানো হয়।মানুষ খুব উৎসবের সাথে পিঠা উৎসবটি উপভোগ করেন। এ সময় বক্তারা বলেন, প্রতিবছরই শীতকালে আমাদের
এ সংগঠনের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়।ভবিষ্যতেও যাতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন