উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা করলেন মো.হোসেন মিয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা করেছেন মো. হোসেন মিয়া। তিনি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক (১) হিসেবে দার্য়িন্ত পালন করছেন বলে জানাগেছে। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় তিনি ভাইস চেয়ারম্যান পদে নিজেক প্রার্থীতা ঘোষণা করেন। তিনি দীর্ঘ বছর যাবৎ ছাত্রজীবন থেকে আদৌ পর্যন্ত রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
আরও জানাগেছে,রাজনীতির পাশাপাশি তিনি সফল ব্যবসায়ী হিসেবেও মানুষের কাছে সুপরিচিত।২০০৪ সালে সরাইল সরকারি কলেজ
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তার রাজনীতির পথে হাটা শুরু। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব ইত্যাদিতে অনুদান দিয়ে থাকেন। ইতিমধ্যেই গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. হোসেন মিয়া বলেন, তৃণমূলের নেতাকর্মীরা চায় আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করি। তিনি বলেন, সরাইল উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার তা করার চেষ্টা করব। এ সময় সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কমনা করেন মো.হোসেন মিয়া।
আপনার মন্তব্য লিখুন