টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য হওয়ায় মোকতাদির চৌধুরীকে জেলা ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী টানা চতুর্থ বারের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান,সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদস্য কমরেড অ্যাড.মোহাম্মদ নাসির,কমরেড দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মোকতাদির চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, সন্ত্রাস,মৌলবাদ,চাঁদাবাজ,ভূমিদস্যু,চুরি ও ছিনতাই রোধে বিগত দিনে যে কঠোর পদক্ষেপ নিয়ে নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া উপহার দিয়েছেন তা আরো শক্তিশালী ও নিরাপদ হবে।এছাড়া অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের ধারা অব্যাহত রাখতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।নেতৃবৃন্দ মোকতাদির চৌধুরীর সু-স্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন