সরাইলে দুইজন পেল সুদমুক্ত ক্ষুদ্র ঋণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
‘সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে(২ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা মো.মকসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. তাসলিম উদ্দিন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই জনকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে।
আপনার মন্তব্য লিখুন