সরাইলে এক মাদক সেবনকারীকে ১বছরের কারাদণ্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক বিরোধী অভিযানে ১ (এক) মাদক সেবনকারীকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়ন মোগলটুলি গ্রাম থেকে তাকে আটক করে এ সাজা দেয়া হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া। আটক হলেন, উপজেলা সদর ইউনিয়ন এলাকার আব্দুল হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।অভিযানে সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলেন। জানাগেছে,উপজেলা সদর ইউনিয়নে মোগলটুলি গ্রাম এলাকার বসতঘরে মাদক সেবন চলছে। পরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া এর নেতৃত্বে সরাইল থানা পুলিশ ফোর্স মাদক সেবনরত অবস্থায় মোগলটুলি গ্রাম থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, অভিযান পরিচালনা করে মাদক সেবরত অবস্থায় গিয়াস উদ্দিনকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা
অর্থদন্ড করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন