আমি আপনাদের কামলা হয়ে থাকতে চাই:-মঈন উদ্দিন মঈন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ এলাকার সর্বস্তরের জনগণ কর্তৃক মনোনীত সংসদ সদস্য
স্বতন্ত্র(কলার ছড়ি) প্রতীকের পদপ্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈনের সমর্থনে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(২৯ ডিসেম্বর) বিকেলে ৩ ঘটিকার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিশেষ কর্মী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাইল- আশুগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈন বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন,মানুষের ভালোবাসা অর্জন করবেন। এলাকার মানুষের সেবা করতে’ আমি মানুষের পাশে দাড়াতে চাই। মঈন উদ্দিন সকলকে উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের মঈন উদ্দিন,আমি আপনাদের কামলা হয়ে থাকতে চাই। আপনারা একবার আমাকে কামলা হওয়ার সুযোগ দিন। কাম ভালো ভাবে করতে না পারলে বদল করে দিয়েন। আপনাদের সমর্থন পেলে। সরাইল -আশুগঞ্জ নিজের সন্তানের মতো সাজাতে চাই। তিনি এ সময় আরও বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি কিছুই বলতে চাই। আপনারা জানেন দুই হাজার ১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এমনি একটি প্রেক্ষাপটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি জিততে জিততে হেরে গেছি। আমি বলির পাঠা হয়েছি। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। তবে কবির ভাষায় এটুকু বলতে চাই। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা,আমি বাঁধি তার ঘর,আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল ইসলাম, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খান. যুগ্ন আহবায়ক হোসেন মিয়া ও মো.বাবুল হোসেনসহ
আপনার মন্তব্য লিখুন