হাবিবুর রহমান হাবিবের সফল অস্ত্রোপচার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) মো. হাবিবুর রহমান হাবিবের সফল অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দীর্ঘ ছয় ঘন্টা ধরে বাইপাস সার্জারি হয় তার।
এদিন সকাল থেকে শুরু হয়ে অস্ত্রোপচার চলে দুপুর পর্যন্ত। গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া গ্রামের সৌদি দাম্মাম প্রবাসী মো. হাবিবুর রহমান হাবিব।পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। শরীর অস্ত্রোপচারের উপযোগী করতে বেশ কিছুদিন সময় নিয়েছেন চিকিৎসকরা।বুধবার বার ২৭ ডিসেম্বর ইউনাইটেড হসপিটালের চীফ কার্ডিয়াক সার্জন এবং ডিরেক্টর কার্ডিয়াক সেন্টার। ডা. জাহাঙ্গীর কবির এ অপারেশন করেছেন। পরিবারের পক্ষে তার সহধর্মিনী দেশে এবং বিদেশে
সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। আমিন।।
আপনার মন্তব্য লিখুন