সরাইল চুন্টায় খাল দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ একের পর এক সরকারি খাল দখল করে নিচ্ছিলেন এলাকার প্রভাবশালীরা। একে একে এসব খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলা চুন্টা ইউনিয়নের ফালপাড়া খাল দখলমুক্ত করেছেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।এর আগে এ খালের জমিতে অবৈধ দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে প্রথমে নোটিস দেন ওই কর্মকর্তা। এরপর (২৮ ডিসেম্বর) বৃহস্পতি বার সকাল থেকে সেখানে উচ্ছেদ অভিযান চালান সরাইল উপজেলা প্রশাসন। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
(ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া জানান, স্থানীয়দের দাবিতে খালটি দখলমুক্ত করে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সরকারি খালের জমি থেকে সকল প্রকার স্থাপনা সরিয়ে নিতে হবে। একটি স্থাপনা থাকলেও অভিযান বন্ধ হবে না।এই খালটি সম্পূর্ণ দখলমুক্ত করা হবে। তিনি আরো জানান, সরকারি সম্পত্তি দখল করে যারা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে তাদের বিরুদ্ধে, সরকারি বেদখল সম্পত্তি উদ্ধারের অভিযান চলমান থাকবে।
উদ্ধার অভিযানের সময়, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবিরসহ সরাইল থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন