সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।এসময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন,মাদকের অগ্রাসনসহ বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিয়ে আলোচনা হয়। এছাড়া ফসলি জমির মাটি না কাটার ব্যাপারে সভায় আলোচনা হয়।সরকারী অবকাঠামো উন্নয়নে অনিয়মের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়। সভার শুরুতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ চুরি, ডাকাতি মাদক,প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন নবাগত ইউএনও।
আপনার মন্তব্য লিখুন