ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫৫) এক মহিলা নিহত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকে সকালে কসবার সৈয়দাবাদ এলাকায় অজ্ঞাত পরিবহনের নিচে চাপা পড়ে এক অজ্ঞাতনামা মহিলা মারা যায়। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ওই মহিলার লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন