জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় আমি শাসক নই, সেবক হতে চাই- এড. রনজিত সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্টিত হয়। রবিবার দুপুর ২ ঘটিকার সময় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
সাধারণ সম্পাদক শিরিনা বেগম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে নৌকার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, নারী নেত্রী তামান্না আক্তার, মনোয়ারা প্রমূখ। প্রধান অতিথি নৌকার প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে, জয় যুক্ত করুন। আমি বিগত ১৫ বছর সুনামগঞ্জ-১ আসনের সাধারন মানুষে পাশে ছিলাম, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সেবা করেছি, নির্বাচনে জয়ী হয়ে, শাসক নই, সেবক হিসেবে থাকতে চাই, আপনাদের পাশে।
আপনার মন্তব্য লিখুন