সরাইল কালিকচ্ছ গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সরাইল উপজেলার কালিকচ্ছ দত্ত পাড়া শয়ন ঘরে গলায় দড়ি দিয়ে এক জনের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কালিকচ্ছ ইউপির দত্ত পাড়া গ্রামের আহাম্মাদ খানের ছেলে মো. আলী আজম খান (৬০) তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। গত বৃহস্পতিবারে২১ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাড়িতে শয়ন ঘরের তীরের সাথে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সরাইল থানা পুলিশ সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।সরাইল থানা পরিদর্শক(তদন্ত), আ.স.ম আতিকুর রহমান,তথ্যটি নিশ্চিত করে বলেন.পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান।
আপনার মন্তব্য লিখুন