ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়া কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
হেলাল মিয়া নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।হেলালের মা পিয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে তার বউ প্রতিনিয়ত মারধর করতো, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে এসেছে। এখানে কি করে এলো, কিভাবে মারা গেলো কিছুই বুঝতে পারছি না। এই মৃত্যুর সাথে তার শশুর বাড়ির লোকজন জড়িত থাকতে পারে। হেলালের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।হেলালের বোন পারভীন বেগম বলেন, ‘আমার ভাই নবীনগরে ভাড়া বাসায় থেকে ঝালমুড়ি বিক্রি করতো, মাঝে মাঝে রিকশা চালাতো। বউয়ের নির্যাতন ও পারিবারিক অশান্তির কারণে তার মৃত্যু হয়েছে।’এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নারায়ণপুর গ্রামে কৃষি জমিতে লাশটি পড়ে থাকতে দেখে
আপনার মন্তব্য লিখুন