বিজয়নগরে সনাতন ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকঞ্জি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নৌকা মার্কার সমর্থনে বিজয়নগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা মির্জাপুর চৌধুরী বাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অশোক কুমার ভোমিক এর সভাপতিত্বে ও বিশু চন্দ্র দেবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্ত উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশোক রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজিব চন্দ্র বণিক, চান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডলি রানী দাস, সুধা বিন্দু সাহা, সুনির্মল সাহা, কৃপা শংকর চৌধুরী, লোটন রায় চৌধুরী, হরিচরণ দেব রঞ্জিত মল্লিক, গৌতম রায়, মনিন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ওবায়দুল মোকতাদির চৌধুরী একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব হওয়ার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বিগত দিনগুলিতে আমরা যেভাবে শান্তি-শৃঙ্খলায় বসবাস করছি। সেই শান্তিময় পরিবেশ বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে নৌকায় ভোট দিতে বিজয়নগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নৌকার পক্ষে একাট্টা হয়েছেন৷ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান বক্তারা।
আপনার মন্তব্য লিখুন