সরাইল ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইলব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নবাগত ইউএনও মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া’র সাথে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলায় জনকল্যাণমুখী নানা কাজে সাংবাদিকদের সহযোগিতা চান। এসময় উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ইতিবাচক সাংবাদিকতার কথা তুলে ধরে জনকল্যাণে সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহাম্মদ তাসলিম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ রকিবুর রহমান রাকিব, সুদীপ দত্ত তনু, আতিকুল ইসলাম ইফরান, সিফাত ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরাইল উপজেলায় যোগদান করেন। এরআগে তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন