১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল নবাগত ইউএনও মো.মেজবা উল আলম ভূঁইয়া’র যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(বাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো.মেজবা উল আলম ভূঁইয়া যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করে ৩৪তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। মো.মেজবা উল আলম ভূঁইয়া
আগে কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।সরাইল উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকার বাসিন্দা। সংসার জীবনে এক কন্যা সন্তানের পিতা তিনি। তিনি সোমবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।এসময় নবাগত ইউএনও সাংবাদিকদের বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে নিয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, এর মাধ্যমে আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের যে উন্নয়ন লক্ষ্য মাত্রার যাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক সরাইলবাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মো.মেজবা উল আলম ভূঁইয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন