এমপি রতনের মাতার মৃত্যুতে বিভিন্ন মহলে শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর মাতা গতকাল রবিবার রাত ১২ ঘটিকায় সময় মৃত্যু বরণ করেন ইন্নানিল্লাহির– রাজিউন। নিহতের জানাযার নামাজ সোমবার বিকাল ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে হাওর বাংলা ভবনের মাঠে অনুষ্টিত হয়। হাজার হাজার জনতার উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। এই উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহতের ২য় পুত্র সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার, এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো: সেলিম আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য শাহরিয়া বিপ্লব, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান ও নিহতের ৪র্থ পুত্র মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, তাহিরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমার ৪ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
৪/১২/২০২৩
আপনার মন্তব্য লিখুন