সাংবাদিকের বাড়ির গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ডেইলি সান ও বণিক বার্তা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি’র বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।৩ ডিসেম্বর রবিবার ভোর রাতআনুমানিক ৩ টার সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়।তিনি প্রতিদিনের মতো বিগত ঘটনার তারিখের পূর্ব দিনের মতই মোটরসাইকেলটি বাসার ভিতর একেই স্হানে লক করে মেইন গেইটে তালা লাগিয়ে রাখেন। পরে বিগত ঘটনার তারিখ ও সময়ে বাসার মেইন গেইটের তালা ভাঙ্গিয়া কয়েকজন অজ্ঞাত চুরেরা ডুকিয়া তাহার ও তাহার ছোট ভাইয়ের ঘরের মেইন দরজার বাহির থেকে লক করিয়া ফেলে। পরে চুরেরা ঘটনাস্হল থেকে তার মোটরসাইকেলটি চুরি করিয়া নিয়া যায়।উক্ত ঘটনার কয়েক ঘন্টা পর তার পাশের বাড়ির লোক মাধ্যমে দরজা খুলিয়া ঘটনার সম্পর্কে জানতে পারেন। পরে তার এলাকার সকল জায়গাতে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। এখন পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত রহিয়াছে। এমতাবস্হায় তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হাজির হইয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আপনার মন্তব্য লিখুন