ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব উদারতা দিবস (গিভিং টুইসডে)।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.মিকাইল আহমেদ আশুগঞ্জ:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব উদারতা দিবস (গিভিং টুইসডে)। মঙ্গলবার বিকালে দিবসটিতে দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এইড দ্য অরফান্স এর ব্যানারে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতিম অসহায় ও দরিদ্রদের অধিকার কাজ করে স্থানীয় সংস্থা এইড দ্য অরফান্স (Aid The Orphans) এর আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এইড দ্য অরফান্স (Aid The Orphans), GivingTuesday Bangladesh এর অন্যতম সহযোগী সংগঠন। র্যালিতে অংশগ্রহণকারী সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত খুশি। আগামীতে আরো বড় পরিসরে দিবসটি উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন অনেকেই।এইড দ্য অরফান্স সংগঠনের ভলান্টিয়ার ওবায়দুল্লাহ,হাবিল,ইয়াছিন,সিয়াম,গিভিংটুইসডে বাংলাদেশের ক্যাম্পাস এম্বাসেডর (ফিরোজ মিয়া সরকারি কলেজ), দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের স্পার্ক লিডার আলভী,আলিফ এবং পথিক টিভির সাংবাদিক ওমর ফারুক ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মধ্যে৷ জায়ান,নিহান,সামির,সাইফ,শায়ান,আজমাঈন,রিমন,রোজাআফরিন,সাদিয়া,আদুরী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রতিবছর নভেম্বরের শেষ মঙ্গলবার সারাবিশ্বে একযোগে পালিত হয় এ দিবস। দিবসটি উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন গিভিংটুইসডে বাংলাদেশ এর কান্ট্রি লিডার জনাব শাকিল আজাদ মনন।
আপনার মন্তব্য লিখুন