সুনামগঞ্জ -১ আসনে তৃণমূল বিএনপি’র মনোনয়ন পেলেন – আশরাফ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ১ আসনে সংসদ সদস্য পদে মাও. আশরাফ আলী মাদানী তৃণমূল বিএনপির মনোনয়ন পাওয়ায় তার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকরা গতকাল রবিবার রাতে তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে সুনামগঞ্জ ১ আসনে মাও. আশরাফ আলী মাদানীর নাম ঘোষনার পর তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।জানাযায়, মাও. আশরাফ আলী মাদানী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনের সাথে গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছেন। তিনি সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত কালু ব্যাপারীর ছেলে।
আশরাফ আলী জানান, তিনি দীর্ঘদিন যাবত ইসলামিক দলে রাজনীতি করে আসছেন। বিগত সংসদীয় নির্বাচন গুলোতে ইসলামি ঐক্যজোট থেকে মনোনয়নের জন্য আবেদন করে ছিলেন। এবার তৃণমূল বিএনপির মনোনয়ন পাওয়ায় হাওর এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।
আপনার মন্তব্য লিখুন