এডভোকেট রনজিত সরকারকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী এডভোকেট রণজিতসরকারকে মনোনীত করায় মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রবিবার আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট রনজিত সরকারের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্টিত হয়। জামালগঞ্জ উপজেলার ফেরী ঘাট থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলার হাসপাত রোডে এসে আলোচনা সভায় মিলিত হয়।জামালগঞ্জ উপজেলাআওয়ামী মৎস্যজীবীলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো: জাহাঙ্গীর জাবেদ এর নেতৃত্বে বক্ব্য রাখেন, আওয়ামীলীগ নেতা প্রবাসী ফারুক আহমেদ, তাইদুর রহমান, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য ইমামুল হক, জবায়ের পাশা টিটু, রনজিৎ, বুরহান উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার। স্থানীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এড. রনজিত সরকারকে মনোনয়ন দেওয়ায় সবই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
আপনার মন্তব্য লিখুন