গরিবের চিকিৎসা হবে বিনামূল্যে। ডা.জোহেব আল হাসনাঈন।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডা.জোহেব আল হাসনাঈন বলেছেন।ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যখন ডাক্তারি পড়তে ভর্তি হয়েছি।সরাইলের মানুষের জন্য একটা কিছু করা। আজকে ছোট একটি ডায়াগনস্টিক সেন্টার দিয়ে শুরু করা।দোয়া করবেন ভবিষ্যতে সরাইলের মানুষের জন্য। বড় একটি হাসপাতাল করতে পারি। ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকা যেন যেতে না হয়।আমরা যেন মানুষকে ভাল একটি চিকিৎসা দিতে পারি। ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন (পূর্ব পাশে) এর উদ্বোধন কালে স্বাগত বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা: জোহেব আল হাসনাঈন বলেন। উন্নত মানের চিকিৎসা সেবা দিতে।আমরা ল্যাবের জন্য ভালো মেশিন দ্বারা রোগ নির্ণয় করার সুব্যবস্থা করেছি। কম টাকায় স্বল্প খরচের উন্নত চিকিৎসা সেবা পাবেন। তিনি বলেন, আমাদের পরিবারে আমরা তিন ভাই বোন ডাক্তার। আপনাদের চিকিৎসা সেবায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এই সময় সকলের উদ্দেশ্যে ডা. জোহেব আল হাসনাঈন বলেন,যারা টাকা দিতে পারবে না।গরিব রোগীদের জন্য কোন টাকাই নেব না।আমি আপনাদের সেবায় সর্বসময় এখানে থাকবো।রোগী দেখব ফ্রিতে’গরিবের চিকিৎসা হবে বিনামূল্যে। ইনশাআল্লাহ।আপনারা সবাই দোয়া করবেন।ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন মাষ্টারে’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী আব্দুল মাজিদ, এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা.শাহাদাত হোসেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান মো.আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. তাসলিম উদ্দিন। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে হাফেজ মাওলানা সোহেল আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন এ উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য লিখুন