১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বেকারত্ব দূর করে’ উন্নয়নে কাজ করতে চাই। আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) যুগে যুগে মনুষিদের জন্ম হয়। কার দ্বারা কখন সরাইলের উন্নয়ন হবে তা আমরা কেউ জানিনা।কেউ যদি ভালো উদ্যোগ নিয়ে আসে।তাকে সকলে সহযোগিতা করা দরকার। আপনারা জানেন আমি জাপানে থাকি।নোংরা বা হিংসার রাজনৈতি পছন্দ করিনা। আমি আওয়ামী লীগের সভাপতি,সেক্রেটারি বা এমপি হতে আসি নাই। আমি এলাকার মানুষকে ভালবেসে সরাইল- আশুগঞ্জের উন্নয়ন করতে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করে। সোমবার(২০ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে উপরোক্ত কথাগুলো বললেন। আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)। তিনি এসময় সরাইল- আশুগঞ্জ এলাকার মানুষকে অনুরোধ করে বলেন। আমার কোন কথায় আপনারা রাগ না করে । বেকারত্ব দূর করে এলাকার স্বার্থে উন্নয়নের যে উদ্যোগটি নিয়েছি। আপনারা খোঁজ-খবর নিয়ে আমার এই কাজকে সাধুবাদ জানিয়ে।আমার স্বার্থে নয় এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের লোকের সহযোগিতা চাইলেন জাপান প্রবাসী আবু শামীম মোহাম্মদ পিয়ার(পলাশ)। আবু শামীম মোহাম্মদ পিয়ার(পলাশ) সকলকে উদ্দেশ্য করে বলেন,রাজপথে রাজনীতি পছন্দ করি না’আমি উন্নয়নে বিশ্বাসী। রাজপথে রাজনীতি কাটাকাটি এই জিন্দাবাদ সেই জিন্দাবাদ। রাস্তায় মোটরসাইকেল শোডাউন এগুলা আমি পছন্দ করি না। আমি চাই মানুষের কর্মসংস্থান মানুষ কিভাবে ভাল থাকবে।শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার উন্নয়নে আমি বিশ্বাসী। এই এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠা হলে।সরাইল- আশুগঞ্জের মানুষ ভালো থাকবে। ভালো খাবে উন্নত জীবন যাপন করবে। মানুষের মধ্যে সুহাদ্য পরিবেশ বজায় থাকবে। শিল্প কারখানা হলে মানুষের কর্মসংস্থান হবে।কেউ আর বেকার থাকবে না।মানুষকে ভালো রাখার জন্যই আমার এই উদ্যোগ। পলাশ বলেন, আপনারা জানেন,আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আওয়ামী পরিবারের সন্তান। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে কাজের মাধ্যমে বেকারত্ব দুর করে। কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার মানুষের উন্নয়নে। আপনাদের সহযোগিতায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সরাইল- আশুগঞ্জের উন্নয়নের জন্য আপনারা আমার হাতকে শক্তিশালী করুন।এই এলাকার মানুষ ভাল থাকবেন এটাই আমার চাওয়া।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন