সরাইলে বিএনপির ৪ নেতাকর্মী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক হলেন যারা: মো. আল আমিন পিতা ছোটন মিয়া। শাহবাজপুর, মো.নান্নু মিয়া, পিতা ইসহাক মিয়া, নোয়াগাঁও। মো.জাকির হোসেন, পিতা আব্দুল জব্বার,শাহবাজপুর। মো. নুরুল আমিন মাষ্টার,পিতা মো. মোস্তফা মিয়া সরাইল সদর গ্রাম সৈয়দ টুলা। শনিবার রাত হতে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হরতালের নামে নাশকতার করতে পার এমন অভিযোগে তাদের আটক করা হয়। সরাইলের গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।
আপনার মন্তব্য লিখুন