ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)জাতীয় সংসদ ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো.আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম এবং জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতীক গোলাপফুল।নির্বাচনি প্রতীক পেয়ে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সাংবাদিকদের বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি দুটি ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল, আমি যেন কলার ছড়ি নিই। কর্মীদের চাওয়া অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক নিয়েছি।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন