সরাইলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। দুই বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা চত্বরে কর্মসূচির মধ্যে ছিলো- শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন এবং র্যালি।পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সস্প্রচার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি,খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মকসুদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া, উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নুর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মো.কায়কোবাদ, সাধারণ সম্পাদক মো. বিলাল হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আলম মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছেন।
আপনার মন্তব্য লিখুন