১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার(১৫ অক্টোবর) ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে সরাইলে র‍্যালী,হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে। আজ রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ৬ স্টেপে হাত ধোয়া প্রদর্শন করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো.রূপক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন.সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মকসুদ হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন।বক্তারা বলেন, সুস্থ্য থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া,খাদ্য সংশ্লিষ্ট, শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব।হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতিটি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে। খাবারের আগে প্রত্যেকজনকে হাত ধোয়ার অভ্যাস করতে আহ্বান করেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন