১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শিমরাইলকান্দি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি. এ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও পূর্বে ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মোঃ আবাদুল মান্নান বলেন, আন্দোলন দমন করার জন্য নির্যাতন ও নিপীড়নের অংশ হিসেবে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে সাথে দ্রুত তার মুক্তির দাবী জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন