১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরি য়ামে  সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ‘ইসলামসহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে  বিশৃঙ্খলা সৃষ্টি ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের নারী সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, বিশেষ অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মো.ইসমাইল হোসেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন,এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া,সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মো.নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সাবেক উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন,উপজেলা শাহী মসজিদের পেশ ঈমান মো.আমান উল্লাহ আমান,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস প্রমুখ।সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এর আগে “দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইন ২০২৩” র‍্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো:শাহগীর আলম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন