উপ-নির্বাচনে যাদের মনোনয়ন বৈধ হলো
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচন ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া২ আসনের উপনির্বাচনে এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া-২আসনের উপ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই হয়। এসময় মনোনয়ন দাখিল করা ৬ প্রাথীদের মধ্যে ৫ প্রার্থী বৈধ ও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম।খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে দলীয় ও স্বতন্ত্রসহ ৬জন মনোনয়ন দাখিল করেছেন।আর তাদের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিমের মনোনয়ন অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩-১৭ অক্টোবরের মধ্যে প্রার্থী আপিল করতে পারবেন। ১৮ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ ভোটারের মধ্যে গরমিল পাওয়ায় একজনের মনোনয়পত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো.শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মনোননীত প্রার্থী আব্দুল হমিদ ভাসানী, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর দলের মনোনীত মো.রাজ্জাক হোসেনএবংস্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিমের মনোনয়নপত্র।উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য লিখুন