ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুনিল ও সদস্য সচিব সঞ্জিব সাহা বাপ্পী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক সুনিল চন্দ্র দেব ও সঞ্জিব সাহা বাপ্পিকে সদস্য সচিব করে ৪১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।বুধবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে আহ্বায়ক কমিটি সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত কমিটির সকল সদস্যেদের তিনি অভিনন্দন জানান।এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক, সাবেক সভাপতি সুভাষ পাল, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর অমিত্য লাল সাহা, এড. সুভাষ দেবনাথ ও খোকন কান্দ্রি আচার্য এবং সাধারণ সদস্য এড. রঞ্জিত মালাকার, বাবু হরিপদ ভৌমিক দুলাল প্রমূহ।
আপনার মন্তব্য লিখুন