১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

১৬ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কে পাচ্ছেন নৌকা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)

উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন তারা হলেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহব‌ুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হো‌সেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উ‌দ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড.মো.আশরাফ উ‌দ্দিন মনতু, উকিল আবদুস সাত্তারের ছেলে মো. ম‌াইনুল হাসান তুষার, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান সৈয়দ তানবির হো‌সেন ক‌াউসার, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী, আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব এমডি জালাল মিয়া, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,মো: ছ‌ফি উল্লাহ (হুমায়ুন মিয়া),মো.মাঈন উ‌দ্দিন মঈন মো. কামরুজ্জামান আনসারী, শিক্ষা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো.শাহজাহান আলম সাজু, আবদুল হান্নান রতন, শাহ ম‌ফিজ,মাসুদুর রহমান। ইতিমধ্যে জনগনের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে কে হচ্ছেন নৌকার মাঝি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদ ব্রাহ্মণবাড়িয়া(২ আশুগঞ্জ সরাইল উপজেলা আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন তার মধ্যে সরাইল উপজেলায় ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা ৮ টি ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসনটিতে (সরাইল- আশুগঞ্জ) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন