১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটো রিক্সা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি অটোরিকশা উদ্ধার করা হয়।শনিবার ৭ অক্টোবর বিকেলে ৫ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারের উত্তর পার্শ্বে রাজীব অটোরিক্সা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে তিন জন চোর ১টি অটোরিক্সা চুরি করিয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ সরাইল অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম নির্দেশে থানা হইতে এসআই মো.নুরুল করিম, এএসআই রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জন চোরকে আটক করে, তারা হলেন মো. রুবেল মিয়া(২৩), পিতা- আব্দুল সালাম মিয়া, সাং- শ্যামপুর( জুরু সর্দার বাড়ী), মো. পায়েল মিয়া(২২), পিতা- মোঃ কুদ্দুস মিয়া, সাং- শ্যামপুর( পশ্চিমপাড়া), অপরজন মো. জসিম উদ্দিন(১৮), পিতা- রতন মোল্লা, সাং- শ্যামপুর (মোল্লাবাড়ী) ব্রাহ্মণবাড়িয়া সদর থানা তাদের কাছ থেকে ১টি অটোরিক্সাসহ আটক করে। পরবর্তীতে সরাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান ও এসআই মো জয়নাল আবেদীন-২ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা তাহাদের চোর চক্রের অন্যান্যদের নাম-ঠিকানা প্রকাশ করে। আটককৃত চোরদের প্রদত্ত তথ্য মতে তাহাদের নিয়ে বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য মো. মিলন মিয়া(২৫), পিতা- মৃত দোলা মিয়া, সাং- মিরপুর চান্দুরা, মো. সোহেল মিয়া(৩০), পিতা- মোঃ আবু আহাম্মদ, সাং- চান্দুরা(কালিসিমা), জোস্না বেগম(৩০), স্বামী- ফারুক মিয়া, সাং- চান্দুরা (কালিসিমা), সর্বথানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া আটক করা হয়েছে। থানা সুত্রে জানায় যে, তাহারা ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা, বিজয়নগর থানা এলাকা, আশুগঞ্জ থানা এলাকা ও সরাইল থানা এলাকায় সঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজসে অটোরিক্সা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি ও চোরাইরিক্সা হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে। সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আটকের কথা স্বীকার করে বলেন,চোর চক্রটি অসহায় খেটে খাওয়া মানুষের অটো চুরি করে রঙ ও আকার-আকৃতি পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করেন। জেলার বিজয়নগরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।১টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন,অটোরিকশা চোরদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে সরাইল থানায় ১টি মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন