উকিল সাত্তারের ছেলে তুষার কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের আসনে- সংসদীয় আসন-২৪৪(ব্রাহ্মণবাড়িয়া-২) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলে মো.মাঈনুল হাসান তুষার।(৭ অক্টোবর )শনিবার বিকেলে মাঈনুল হাসান তুষার ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগ নির্দেশনা পেয়েই মনোনয়ন ফরম নিয়েছি।আজ শনিবার সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়। তাই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আসনটিতে (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে ৫ নভেম্বর।২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে সংসদ থেকে তিনিসহ বিএনপির সাতজন এমপি পদত্যাগ করেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন আবদূস সাত্তার ভূইঁয়া। সেই নির্বাচনেও জয়ী হন তিনি। এরপর তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন। দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।
আপনার মন্তব্য লিখুন