১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

জামালগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম- এমপি রতন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::জামালগঞ্জে শিক্ষক দিবসে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনায় স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে। তিনি আরো বলেন, সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ পরিবর্তনের কারিগর। তাই শিক্ষকদের সততা নিষ্ঠা ও আন্তরিকতা সহমর্মিতা অত্যন্ত জরুরি। দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ও অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণ করেছেন। ২০১০ সাল থেকে পহেলা জানুয়ারি সারা দেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন। জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক দিবসে পরিবর্তনশীল গতিপথ, রুপান্তরিত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় বলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাফিজ উদ্দিন, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. আবুল লেইছ, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন