বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনে সাজা ও দুই ব্যবসায়ীকে জরিমানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু),বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ইয়াবা সেবন করার অপরাধে চার
ব্যাক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগন এবং বিজয়নগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্পের দুলাল মিয়া (৪০) ও চম্পকনগর ইউপি পেটুয়াজুরীর সৌদ(৪০), কামাল(২৫) ও কাহার মিয়া (৩৫)কে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করে।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে সরকারি নির্ধারিত মুল্যের বাইরে অতিরিক্ত মুল্যে আলু বিক্রি করার অপরাধে উপজেলা চান্দুরা বাজারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও আমতলী বাজরে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন চান্দুরা বাজারের আলু বাজারের ধ্রুব চন্দ্র রায় ও আমতলী বাজারের আলু ব্যবসায়ী অরবিন্দু দাস। এসময় তাদেরকে সর্তক ও লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয় যে সরকার নির্ধারিত মুল্যের বাইরে বিক্রি করা হলে আরো কঠোর ব্যবস্হা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উপজেলার বিভিন হাট বাজার এলাকা।
আপনার মন্তব্য লিখুন