ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারের দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টার:
-
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের (৬৯) মরদেহ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বাদ আসর জেলা ঈদগাহ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মার্যদা শেষে শেরপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
এর আগে জানাজায় অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। এ ছাড়া জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও নানা শ্রেণি-পেশার মানুষ।
আপনার মন্তব্য লিখুন