৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৪০২ বোতল বিদেশী মদ সহ ২ জন আটক করেছের‌্যাব-৯

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

এনই আকন্ঞ্জি, ২ টি পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৪০২ বোতল বিদেশী মদ ও ৬৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯, এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১ অক্টোবর সকাল আনুমানিক ৮:৩০ সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নীলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪০২ বোতল বিদেশী মদসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি গোপালগঞ্জ জেলার সদর থানার পুকুরিয়া এলাকার বাসিন্দা মোঃ লেবু শেখ এর ছেলে মোঃ সুলতান শেখ (৩০)। দিনের অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১ অক্টোবর রাত আনুমানিক ২০:০৫ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধস্তি ইউপিস্থ ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার সদর থানার জগন্নাথপুরএলাকার বাসিন্দা মৃত নূর মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৬)।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানান,মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন