আগামীতে ভোটার বিহীন নির্বাচন হবে না।। এড. আব্দুল হামিদ ভাসানী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল হামিদ ভাসানী বলেছেন, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব।ভোটকেন্দ্রে স্বাধীনভাবে যাব। স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবো। এর মধ্যে কোন প্রতিবন্ধকতা আসলে আমরা প্রতিহত করবো। শনিবার ৩০ সেপ্টেম্বর বিকালে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।সরাইল সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল হামিদ ভাসানী আরো বলেন, বন্ধুরা আমার ২০১৪ সালের নির্বাচনে ও২০১৮ সালের নির্বাচনে। আমরা জাতীয় পার্টি অংশগ্রহণ করেছি। ২০২৪ শে নির্বাচন হবে স্বাভাবিক ভাবে এদেশের মানুষ অংশগ্রহণ করতে চাই। রাতের আঁধারে আগের দিনের পূর্বপুরিকল্পিত নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না। বাংলাদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দিতে হবে। মানুষের কল্যাণে সংবিধান পরিবর্তন করা যায়। আমি বিশ্বাস করি আগামী দিনে জাতীয় পার্টি মানুষের কল্যাণে। সংবিধান পরিবর্তনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটার বিহীন নির্বাচন হবে না আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে। মো. ওমর আলী সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. এমদাদুল হক ছালেক,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো. বিল্লাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা জাতীয় পার্ট যুগ্ন সদস্য সচিব মো. ইউছুফ মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্যসূচিব মো. মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পার্টির যুগ্ম সদসসচিব মো. মজিদ বক্স।
পরে ওয়ার্ড কমিটির নাম ঘোষণা করেন মো. বিল্লাল হোসেন।
আপনার মন্তব্য লিখুন