১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মানুষের ন্যায্য দাবী অধিকার আদায়ে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে:এড.আ.হামিদ ভাসানী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টি যুগ্ন মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেওয়ার আগে। যারা এমপি মহাজোটের সিদ্ধান্তে বিবুর হয়ে আছেন। তাদের সাবধান করে বলতে চাই। আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। বাংলাদেশের মানুষ বুকের মধ্যে জমাট বাঁধা কষ্ট নিয়ে বসে আছে। যে কোন সময় বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের মধ্যে দিয়ে অনেক অন্যায়, অত্যাচারকারী, জুলুমবাজ পতন হবে মাটিতে। শুক্রবার(২২ সেপ্টেম্বর )বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে।সরাইল উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সভায়।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি বললেন।জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করেন। সরাইল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো.এমদাদুল হক ছালেক। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো.তোহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক নিজামুল হক আলমগীর, উপজেলা যুগ্ন আহ্বায়ক মো. ইউসুফ খান,যুগ্ন আহবায়ক এম এ মজিদ বক্স, যুগ্ন আহবায়ক মো. মোবারক হোসেন,মো.ওমর আলী, কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো, আলীজান, পানিশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মো, নাজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.নান্নু মিয়া, মোহাম্মদ আমির আলী মেম্বার,মো.দানিছ মিয়া, মোছা.খালেদা আক্তার প্রমুখ। জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব এড. আ. হামিদ ভাসানী আরোও বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হয়ে সংসদের ভিতরে ও বাইরে। মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষের ন্যায্য দাবী প্রতিষ্ঠায় জাতীয় পার্টি কাজ করে যাচ্ছেন। মানুষ জাতীয় পার্টিকে বাংলাদেশের বিকল্প শক্তি হিসেবে। রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। জি এম কাদেরকে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই।এরমধ্যে কিছু ষড়যন্ত্রকারী আমাদের জাতীয় পার্টিতে ঢুকে পড়েছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে করে এড. আব্দুল হামিদ ভাসানী বলেন, যাদের আওয়ামী লীগ-বিএনপি কিংবা জাতীয় পাঠিতে জায়গা নাই। তারা বেগম রওশন এরশাদের নাম ভাঙ্গিয়ে মিথ্যা তথ্য দিয়ে। বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তি সৃষ্টি করেছে। মিথ্যা বেশিক্ষণ টিকে না। মিথ্যা দিয়ে কিছু মানুষকে বোকা বানিয়ে রাখা যায়। কিন্তু সার্বক্ষণিক কোন অবস্থাতেই সম্ভব না।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন