ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক/ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর
আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়িদুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর এডিসি মোঃ জাহিদুল ইসলাম সোহাগ। সেমিনারে বক্তারা, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের সকল স্তরের জনগনকে সচেতন ভূমিকা পালনের আহবান জানান। পরে উপস্থিত শিক্ষার্থীসহ সেমিনারে অংশগ্রহনকারী সকলের উদ্দেশ্যে
উগ্রবাদ বিষয়ক নানা দিক তুলে ধরার পাশাপাশি করণীয় বিষয়ে একটি প্রেজেনটেশন করা হয়।
আপনার মন্তব্য লিখুন