ব্রাহ্মণবাড়িয়ায় জেলার পুলিশ শ্রেষ্ঠ এ,এস,আই এর পুরস্কার পেলেন ছাইম সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এনই আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শ্রেষ্ঠ এ,এস,আই নির্বাচিত হলেন এ,এস,আই ছাইম সরকার। গত আগষ্ট মাসের ওয়ারেন্ট ও সাজা তামিলে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। এ,এস,আই ছাইম সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত আছেন। তিনি গত জুলাই মাসেও একই কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন।
১১ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি পুলিশ লাইন্সের ড্রীল শেডে জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ছাইম সরকারের হাতে জেলা পুলিশের শ্রেষ্ঠ এ,এস,আই এর স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস তুলে দেন।
শ্রেষ্ঠ এএসআই ছাইম সরকার বলেন, নিষ্ঠার সাথে শতভাগ দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমাকে সম্মানিত করায় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আয়োজিত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের অফিসারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন