হাইওয়ের গুরুত্ব অপরিসীম: পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)কুমিল্লা রিজিয়ন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো.খাইরুল ইসলাম বলেছেন,’ ইয়াবা বা মাদক বাংলাদেশে উৎপাদন হয় না। তা আমাদের ল্যান্ড দিয়ে বা অন্যভাবে প্রবেশ করছে। পাহাড় হয়ে বা বিমানে উড় আসুক।ভালো হোক আর মন্দ হোক শেষ সময় হাইওয়ে ব্যবহার হচ্ছে। তাই হাইওয়ের গুরুত্ব অপরিসীম। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে’ পুলিশ জনতা,জনতাই পুলিশ” সুশৃঙ্খল- সুরক্ষিত- মহাসড়ক” স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় হাইওয়ে পুলিশ সুপার আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে কমিউনিটি পুলিশিং সভা শুরু করেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই বক্তব্যে ভালোই বলছেন।কেউ তো কোন নেগেটিভ কথা বলেননি সকলে পজিটিভ কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া মানুষ অত্যন্ত ভালো।
এসপি ড্রাইভারদের উদ্দেশ্যে করে বলেন,গাড়ির চালকদের একটু অবহেলায় অনেক মানুষের প্রাণ চলে যায়। আপনারা সচেতন হলে যাত্রীরা যেমন নিরাপদ আপনিও জীবনের ঝুঁকি থেকে নিরাপদ।আইন-শৃঙ্খলার সুরক্ষিত, সুশৃংখল ও নিরাপদ রাখতে।হাইওয়ে পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।হাইওয়ে থানার হলরুমে কমিউনিটি পুলিশিং সভার সভাপতিত্ব করেন, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্রবিশ্বাস,এসময় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ
সুপার (প্রশাসন-অর্থ) মো.ইকবাল হোসেন,কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুলইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.জসিম উদ্দিন, শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন।
আপনার মন্তব্য লিখুন