১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস-মুরগী ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আক্তার মিয়া (২৯) নামে এক হাঁস-মুরগী ব্যবসায়ীকে মারধর করে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।

আক্তার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মো. শওকত আলীর ছেলে। আক্তার মেড্ডা বাজারে হাঁস-মুরগীর ব্যবসা করেন।

আহত আক্তারের বাবা শওকত আলী জানান, আক্তার সিলেট বাহুবল থেকে ট্রাকে করে ১০০ হাঁস-মুরগী
নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ডে খাওয়ার জন্য নামেন। আক্তার খাওয়া দাওয়া করে বাসস্ট্যান্ডের একটু সামনে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা কালু মিয়া, রফু মিয়া, রাকিব মিয়া ও কাউসার মিয়া সহ ১০-১৫ জনের একটি ছিনতাইকারী দল আক্তারের উপর হামলা করেন। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকায় ৫০ হাজার টাকা ও মোবাইলসহ ছিনিয়ে নেয়। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, চান্দুরায় এ ধরনের একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন